কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে নতুন বল
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আল রিহলা বল দিয়ে। তবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য নতুন বল ব্যবহার করা হবে। এই বলের নাম রাখা হয়েছে আল হিলম, আরবি ভাষায় যার অর্থ স্বপ্ন।
রোববার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন বল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। আল রিহলা দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬০টি ম্যাচ। বিশ্বকাপের বাকি থাকা চারটি ম্যাচ হবে আল হিলম বল দিয়ে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আল রিহলার মতো আল হিলমও প্রযুক্তিগত একই সুযোগ-সুবিধা দেবে। অর্থাৎ বলের কাঠামো বা অন্য কোনো ব্যাপারে বদল আনা হয়নি। কেবল নকশায় এসেছে পরিবর্তন। বলে সোনালি আভা ও অনেকটা ত্রিভুজাকৃতি ছাপ দেখতে পাওয়া যাবে। এই নকশা করা হয়েছে কাতারের পতাকা, দেশটির রাজধানী দোহার চারপাশের ঝকমকে মরুভূমি ও বিশ্বকাপ শিরোপার রং থেকে অনুপ্রেরণা নিয়ে।
আল রিহলার মতো আল হিলম বলের সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। আরবি ভাষায় আল রিহলা অর্থ ভ্রমণ। কাতারের পতাকা, ঐতিহ্যবাহী নৌকা, স্থাপত্য ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়েই এই বল তৈরি করা হয়েছে।
ফুটবলের সৌন্দর্যের সঙ্গে রোমাঞ্চ, নাটকীয়তা আর চমকে পূর্ণ কাতার বিশ্বকাপ শেষের পথে। আসর শুরু করা ৩২ দলের মধ্যে টিকে আছে কেবল চারটি। মরুর বুকে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালের লাইপআপ চূড়ান্ত হয়ে গেছে। ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। দ্বিতীয় সেমিতে কিলিয়ান এমবাপের ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।
Comments