খেলছেন দি পল, বাড়তি ডিফেন্ডার আর্জেন্টিনার একাদশে
রদ্রিগো দি পলের ইনজুরি নিয়ে দিনভর নানা গুঞ্জন। মাঝমাঠের এ তারকা খেলবেন কি-না তাই নিয়ে নানা চর্চা। তবে সব গুঞ্জন উড়িয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রয়েছেন তিনি। তবে নেই আনহেল দি মারিয়া। একজন বাড়তি ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। লুসাইল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
শেষ ষোলোর ম্যাচে দি মারিয়ার জায়গায় পাপু গোমেজকে খেলিয়েছিল আর্জেন্টিনা। তবে সে ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন। এদিন তার জায়গায় ডিফেন্ডার লিসেন্দ্রো মার্তিনেজকে অন্তর্ভুক্ত করেছে আলবিসেলেস্তেরা। রক্ষণে তার সঙ্গে থাকছেন নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো।
দুই ফুলব্যাক হিসেবে থাকছেন নাহুয়েল মলিনা ও মার্কোস আকুনিয়া। মাঝমাঠে এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল ও আলেক্সিস ম্যাক আলিস্তার। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকছেন আগের দুই ম্যাচে গোল পাওয়া হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠবারের মতো পরস্পরকে মোকাবিলা করতে যাচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আগের পাঁচ দেখায় দুটি করে ম্যাচ জিতেছে দুই দল। বাকিটি হয়েছে ড্র। ১৯৭৮ সালের ঘরের মাঠে ফাইনালে ডাচদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), মার্কোস আকুনিয়া, লিসেন্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
Comments