অপরিবর্তিত একাদশ নিয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল
যতো আলোচনা ছিল আলেক্স সান্দ্রোকে নিয়ে। তাকে নিতে আদৌ কি ঝুঁকি নিবেন কিনা কোচ তিতে তাই ছিল দেখার বিষয়। শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নেননি এ কোচ। সবশেষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে ব্রাজিল দল।
শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র চোট কাটিয়ে ফিরেছিলেন কোরিয়া ম্যাচেই। পেনাল্টি থেকে পেয়েছেন গোলও। এই ম্যাচেও তাই ব্রাজিল ভক্তরা দারুণ কিছুর প্রত্যাশায় চেয়ে থাকবেন তার দিকেই। নেইমারের সঙ্গে আক্রমণ ভাগে আগের দিনের মতোই খেলবেন রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন।
সান্দ্রো চোট কাটিয়ে না উঠতে পারায় এ ম্যাচে পজিশন পরিবর্তন করতে হচ্ছে দানিলোকে। খেলবেন লেফটব্যাক হিসেবে। রাইটব্যাকে খেলবেন আগের দিনের মতোই খেলবেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আদার মিলিতাও। সেন্টার ব্যাক হলেও এ পজিশনেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেন্টারব্যাকে অভিজ্ঞ থিয়াগো সিলভার সঙ্গে আছেন মার্কুইনহোস। মাঝমাঠে লুকাস পাকেতার সঙ্গে খেলবেন কাসেমিরো।
তবে একটি পরিবর্তন এসেছে ক্রোয়েশিয়ার একাদশে। ব্রুনো পেটকোভিচের যাওগায় এদিন সুযোগ দেওয়া হয়েছে মারিও পাসালিচকে।
দুই দলের লাইন আপ
ব্রাজিল: (৪-২-৩-১) অ্যালিসন বেকার (গোলরক্ষক), এদের মিলিতাও, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, নেইমার, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও রিচার্লিসন।
ক্রোয়েশিয়া: (৪-৩-৩) ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোস্কো গার্দিওল, ডেজান লোভরেন, জসিপ জুরানোভিচ, বোর্না সোসা, লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ ও মারিও পাসালিচ।
Comments