'মেসিকে থামানোর উত্তর বের করা এতটা কঠিন নয়'
ছন্দে থাকা লিওনেল মেসিকে কীভাবে আটকানোর পরিকল্পনা করছে নেদারল্যান্ডস? এমন প্রশ্নের জবাবে নিজেদের ছক খোলাসা করতে চাইলেন না দলটির কোচ লুই ফন হাল। তবে তিনি জানালেন, আর্জেন্টিনা অধিনায়ককে থামানোর কৌশল খুঁজে বের করা খুব কঠিন কিছু নয়।
শুক্রবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। লুসাইল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপে নজরকাড়া নৈপুণ্য উপহার দিয়ে চলেছেন মেসি। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড নিজে করেছেন তিন গোল। পাশাপাশি সতীর্থের একটি গোলেও রেখেছেন অবদান। অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আর তিনটি ধাপ অতিক্রম করতে হবে তাকে। সেই অভিযানে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকার সামনে এবার প্রতিপক্ষ ডাচরা। তাদের বিপক্ষে ফুটবলের সর্বোচ্চ আসরে আগেও দুবার খেলার অভিজ্ঞতা আছে মেসির। ২০০৬ সালের গ্রুপ পর্বে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। এরপর ২০১৪ সালের সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালের টিকিট পেয়েছিল আলবিসেলেস্তেরা। সেদিন স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করেছিলেন মেসি।
নেদারল্যান্ডসের গণমাধ্যমের খবর অনুসারে, মেসিকে 'ম্যান মার্কিং'য়ের ফন্দি আঁটছেন ফন হাল। এটি একটি রক্ষণাত্মক কৌশল। এই পরিকল্পনা অনুসারে, মাঠের একটি নির্দিষ্ট অঞ্চলে বিচরণ করার পরিবর্তে একজন ডাচ খেলোয়াড় সব সময় মেসির সঙ্গে থাকবেন, তাকে রাখবেন চোখে চোখে। মেসিকে যাতে বাকি আর্জেন্টাইন খেলোয়াড়রা পাস দিতে না পারেন, সেই লক্ষ্যও থাকবে তার।
দুই পরাশক্তির লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে ফল হালের কাছে প্রশ্ন রাখা হয় মেসিকে ঠেকানোর কৌশল নিয়ে। তিনি দেন কৌতুকপূর্ণ জবাব, 'আমরা আপনাদের কাছে কোনো পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছি না। কারণ, এটা করা আমাদের জন্য বেশ বোকামি হবে।'
এরপর অবশ্য অভিজ্ঞ কোচ বুঝিয়ে দেন যে নির্দিষ্ট একটি পরিকল্পনা তাদের আছে, 'তবে কীভাবে তাকে থামানো যায় সেটার উত্তর খুঁজে বের করে নিয়ে আসা এতটা কঠিন নয়। আপনি হয়তো (তাকে) পাস দেওয়ার মাঝের জায়গাগুলোতে বাধা দিতে ও বন্ধ করতে চাইতে পারেন। আমি এটা নিয়ে হইচই করার এত কারণ দেখতে পাচ্ছি না।'
Comments