দি পল ও দি মারিয়া ভালো আছে: আর্জেন্টিনা কোচ

পোল্যান্ড ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন আনহেল দি মারিয়া। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর আগের দিন দলের সঙ্গে পূর্ণ অনুশীলন না করায় শঙ্কা রদ্রিগো দি পলকে নিয়েও। এ নিয়ে নানান গুঞ্জন চাউর হচ্ছে প্রতিনিয়ত। তবে এ দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভালো আছেন বলেই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

দোহার লুসাইল স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার রাতে শেষ আটের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে দলের দুই তারকা খেলোয়াড়ের ইনজুরি নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত আর্জেন্টাইন শিবির। তবে এই ম্যাচে তাদের খেলানো হবে কি-না তা বুধবারের অনুশীলন পর্ব শেষেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আর্জেন্টাইন কোচ, 'তারা ভালো আছে। আমরা আজকের অনুশীলন শেষে লাইন আপ নিয়ে সিদ্ধান্ত নিব।'

'গতকাল আমরা বন্ধ দরজায় অনুশীলন করেছি এবং আমি জানি না এই তথ্য কোথা থেকে আসল... সত্য হল যে ম্যাচ শেষে এমন খেলোয়াড়রা সবসময় আলাদাভাবে অনুশীলন করে বা নির্ধারিত সময়ের অর্ধেক অনুশীলন করে। আমরা কিভাবে ম্যাচে খেলতে চাই তার উপর ভিত্তি করে আজ আমরা সিদ্ধান্ত নেব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,' যোগ করেন স্কালোনি।

তবে শতভাগ ফিট হলেই এ দুই তারকা মাঠে নামবেন বলে জানান এ কোচ, 'আমরা প্রায় সবসময় একইভাবে খেলি এবং তখনই পরিবর্তন করি যখন আমরা দেখি যে কোনো উইঙ্গার ভালো নেই। আগামীকাল খেলার উপায় নির্ভর করবে এই ছেলেরা (দি পল ও দি মারিয়া) কেমন তার উপর। আজ আমরা শেষ অনুশীলন সেশন দেখব এবং আমরা মূল্যায়ন করব যে রদ্রিগো এবং ফিদিও সেখানে আছে কি না, আমরা এমন একটি দল নিয়ে যাচ্ছি যারা মাঠে শতভাগ দিতে পারে।'

আগের দিন বন্ধ দরজায় অনুশীলন করে আর্জেন্টিনা দল। কিন্তু নিজেদের বিষয়গুলো আর গোপন না থাকায় বেশ খেপেছেন স্কালোনি, 'আমি জানি না আমরা আর্জেন্টিনা নাকি নেদারল্যান্ডসের হয়ে খেলছি। অনুশীলন বন্ধ দরজায় হয়েছিল, এখানে এমন কিছু ছিল যা আমি মনে করি আমাদের সকলকে শিখতে হবে এবং উন্নতি করতে হবে। রদ্রিগো গতকালের অনুশীলনের অর্ধেক অনুশীলন করেছে, ম্যাচে সে অনেক লোড দিয়েছিল এবং আজ আমরা তার মূল্যায়ন করতে যাচ্ছি। আমরা মনে করি যারা শতভাগ ফিট তাদেরই খেলতে হবে।'

Comments

The Daily Star  | English

47th BCS applications to open on December 10

Online applications will open on December 10 at 10:00am and close on December 31 at 11:59pm

1h ago