আটক বিএনপি নেতার ছেলে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার, কারাগারে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাসায় অভিযান চালিয়ে তার ছেলে রোবায়েত ইশফাক প্রিতমকে আটকের পর বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গত ১ ডিসেম্বরে পুলিশের করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার নিজ বাসা থেকে আটক করা হয় প্রিতমকে।
মনিরুল ইসলাম রবি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত আনুমানিক ১টার দিকে আমার বাসায় পুলিশ অভিযান চালায়৷ ওই সময় বাসায় আমার স্ত্রী ও ছোট ছেলে ঘুমাচ্ছিল৷ শতাধিক পুলিশ সদস্য বাড়ি ঘেরাও করে ফেলে৷ তল্লাশি চালিয়ে পুরো ঘর তছনছ করে।'
পুলিশ সদস্যরা অন্তত এক ঘণ্টা তার বাসায় অবস্থান করেন উল্লেখ করে রবি আরও বলেন, 'আমি কোথায় আছি তা পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয়৷ আমাকে না পেয়ে আমার ছোটছেলে রোবায়েত ইশফাক প্রিয়তমকে (২০) ধরে নিয়ে যায়৷'
তিনি আরও বলেন, 'গত একমাসে জেলার বিভিন্ন থানায় যেসব মামলা হয়েছে সেগুলোতে আমি আসামি না৷ আগের রাজনৈতিক মামলাগুলোতেও আমার আগাম জামিন আছে৷ আমার ২ ছেলের কেউই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না৷ তাদের নামে থানায় মামলা নেই৷'
এদিকে সন্ধ্যায়পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বলেন, 'গত ৩০ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় নাশকতামূলক কর্মকান্ডে রোবায়েত ইশফাক প্রিতমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
Comments