নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় ঢাবিতে সাদা দলের মৌন কর্মসূচি

বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন সাদা দলের শিক্ষকরা। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

গণতান্ত্রিক সমাবেশ করার জন্য বিরোধী দলকে সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

গতকাল নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশের হামলা, আটক ও ১ জন নিহতের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষক এ মৌন অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রায় ২০ মিনিট তারা সেখানে অবস্থান করেন।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় নেতাকর্মীসহ গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

Comments

The Daily Star  | English
NCTB prints wrong date for Abu Sayed's death

NCTB prints wrong date for Abu Sayed's death in textbook

This apparent error has caused confusion among many.

2h ago