কাতারে ফিরছেন ডাকাতির ঘটনায় দেশে ফিরে যাওয়া স্টার্লিং
সেনেগালের বিপক্ষে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হঠাৎই দুঃসংবাদ পেয়েছিলেন ইংল্যান্ড ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। তার লন্ডনের বাড়িতে অস্ত্রসহ হামলা চালিয়েছিল ডাকাত বাহিনী। এমন কঠিন মুহূর্তে পরিবারের পাশে থাকতে কাতার ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন চেলসি তারকা। তবে এবার থ্রি লায়ন্স ভক্তদের আশার খবর জানালো ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন, কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই স্টার্লিং পুনরায় যোগ দেবেন দলের সঙ্গে।
গত শনিবার রাতে স্টার্লিংয়ের বাড়িতে হানা দেয় ডাকাত। এই ঘটনা জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। টিম ম্যানেজমেন্টও তাকে দেয় দেশে ফেরার অনুমতি। ফলে রোববার রাতে সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দলের সঙ্গে ছিলেন না ২৮ বছর বয়সী তারকা। যদিও তার না থাকাটা ভোগায়নি ইংল্যান্ডকে। সেনগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নেয় ২০২০ ইউরোর ফাইনালিস্টরা।
আগামী শনিবার (১০ ডিসেম্বর) রাতে আল খোরের আল বাইত স্টেডিয়ামে শেষ আটের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। সেই ম্যাচটিতে স্টার্লিংকে দলের সঙ্গে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক বিবৃতিতে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েসন জানিয়েছে, 'একটি পারিবারিক কারণে চেলসি ফরোয়ার্ড (স্টার্লিং) সাময়িকভাবে দল ছেড়েছিলেন কিন্তু ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে শুক্রবার আল ওয়াকরাহতে দলের সঙ্গে তিনি পুনরায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।'
Comments