রোনালদোর দল ছাড়ার হুমকির কথা অস্বীকার পর্তুগালের

নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর থেকে নানা গুঞ্জন শুরু হয়েছে ফুটবল মহলে। বেশ কিছু পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, তাকে বেঞ্চে রাখায় দল ছাড়ার হুমকি দিয়েছেন রোনালদো। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে রোনালদোর বিশ্বকাপ স্কোয়াড ছেড়ে যাওয়ার হুমকির কথা এফপিএফ অস্বীকার করে জানিয়েছে, 'এফপিএফ স্পষ্ট করে জানাচ্ছে যে সেলেসাওর অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো কাতারে থাকার সময় জাতীয় দল ছাড়ার হুমকি দেননি।'

আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। এমন খেলোয়াড়ের প্রতি যথাযথ সম্মান রাখার আহ্বান জানায় সংস্থাটি, 'প্রতিদিন রোনালদো জাতীয় দল এবং দেশের সেবায় অনন্য যে সকল ট্র্যাক রেকর্ড গড়ে তুলছেন, তার প্রতি অবশ্যই সম্মান করা উচিত।'

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর জায়গায় সুযোগ দেওয়া হয় বেনফিকার তরুণ ফরোয়ার্ড গনসালো রামোস। আর প্রথম একাদশে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন এ তরুণ। করেছেন এবারের আসরের প্রথম হ্যাটট্রিক। এমনকি একটি অ্যাসিস্ট রয়েছে তার। তাতে স্বাভাবিকভাবেই প্রথম একাদশে রোনালদোর জায়গা নড়বড়ে হয়ে পড়েছে।

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো গতকাল বুধবার দলের সঙ্গে অনুশীলন করেননি। তার পরিবর্তে একটি জিম সেশনে অংশ নেন তিনি।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। সে ম্যাচেও রোনালদোকে ছাড়িয়ে রামোসকে দেখা যেতে পারে মূল একাদশে।

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

53m ago