বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশির অভিযোগ
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশকে ব্যাহত করতে গত ১৫ দিনে সাভারে বিএনপির নেতাকর্মীদের নামে ৫টি হয়রানিমূলক মামলা করেছে পুলিশ। ৫টি মামলার ৩টি দায়ের করা হয়েছে আশুলিয়া থানায়। ২টি মামলা দায়ের হয়েছে সাভার মডেল থানায়। মামলায় অন্তত ২০০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩ শতাধিক। গত কয়েক দিনে অন্তত ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।'
তিনি বলেন, 'আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। আগামী ১০ তারিখে সাভার থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী ঢাকার সমাবেশে অংশগ্রহণ করার টার্গেট ছিল। কিন্তু বাসায় বাসায় তল্লাশি ও সড়কে চেকপোস্টের নামে পরিবহনের কৃত্রিম সংকট তৈরি করার কারণে সেটি আর নাও হতে পারে। তবে পায়ে হেটে হলেও আমরা ৩ হাজার নেতাকর্মী সাভার থেকে সমাবেশে যোগ দেব।'
বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলার কয়েকটি কপি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। সেখানে দেখা গেছে পুলিশের উপর হামলা, সড়কে অস্থিতিশীল অবস্থা তৈরি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলাগুলো দায়ের করেছে পুলিশ।
যোগাযোগ করা হলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলাগুলো কী কারণে হয়েছে সেটা এই মূহুর্তে বলতে পারবোনা। দেখে বলতে হবে।'
বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি ও মহাসড়কে বিশেষ অভিযানের বিষয়ে তিনি ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে কথাটি সঠিক না। পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামির বাসায় অভিযান চালাবে এটা পুলিশের নিয়মিত কাজের অংশ।'
'এছাড়া পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন কারণে যেমন জঙ্গি ছিনতাই, ১৬ই ডিসেম্বরের নিরাপত্তা জোরদার করণের লক্ষে ১৫ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সে কারণেই মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে,' যোগ করেন তিনি।
Comments