কুমিল্লায় জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

Comilla Map
স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমানসহ জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের একটি বাড়িতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে নাশকতার পরিকল্পনায় বসেন জামায়াতের নেতাকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

ওসি আরও বলেন, 'পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় উপ-পরিদর্শক জুয়েল, সহ উপপরিদর্শক বল্লম মজুমদার ও ৪ কনস্টেবলসহ ৬ জন আহত হন।'

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এয়াছিন, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের এবং জামায়াত নেতাকর্মী মো. ইসমাইল, মো. নোমান, আবু তাহের, আবদুর রহিম, ইব্রাহিম খলিল, মোখলেছুর রহমান মজুমদার, সাইফুল ইসলাম, জহির উদ্দিন, আবুল হাশেম, জাহিদুর রহমান, আহসান উল্যাহ, বেলাল হোসেন, ফজলুল হক ও মাসুমসহ ২০ জনকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, 'এ সময় তাদের কাছ থেকে ১০ ডিসেম্বর নাশকতার পরিকল্পনার তথ্য ও বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে।'

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

23m ago