ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ চেকপোস্ট, তল্লাশি

যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যাত্রীবাহী বিভিন্ন পরিবহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ জেরার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের৷

পুলিশ বলছে, নিয়মিত কাজের অংশ হিসেবে আজ বুধবার চেকপোস্টগুলোতে তল্লাশি চলছে৷ তবে বিএনপি নেতারা বলছেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এ ধরনের তৎপরতা চালাচ্ছে পুলিশ৷ নেতা-কর্মীদের আটকাতেই এ তল্লাশি চলছে৷

জানতে চাইলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলার ৭টি থানা এলাকাতেই চেকপোস্ট রয়েছে৷ এসব চেকপোস্টে আগেও রুটিন ওয়ার্ক হিসেবে তল্লাশি চালানো হয়েছে৷ বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আলাদাভাবে কোনো তৎপরতা নেই পুলিশের৷ কিন্তু কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে৷'

সারাদিনে চেকপোস্টগুলোতে পুলিশি তৎপরতা থাকলেও কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি বলে জানিয়েছেন এসপি৷

জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এবং সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজায় পুলিশের ২টি চেকপোস্টে বাস, প্রাইভেট কার, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ যাত্রীবাহী বিভিন্ন যান থামিয়ে পুলিশের তল্লাশি কার্যক্রম দেখা গেছে৷ যাত্রীরা কোথায় এবং কেন যাচ্ছেন সেসব প্রশ্ন করছে পুলিশ৷ সকাল থেকেই এমন কার্যক্রম চলছে বলে পরিবহনগুলোর যাত্রী ও চালকরা জানিয়েছেন৷

রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কথা হয় লেগুনা চালক মো. রফিকের সঙ্গে। বরপা থেকে যাত্রাবাড়ি যাত্রী পরিবহন করেন তিনি৷

রফিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডেমরা ব্রিজের ওদিকে একটি চেকপোস্ট আছে৷ সেখানে দুপুরের দিকে পুলিশ আমাদের থামিয়ে যাত্রীদের নানা প্রশ্ন করেছে৷ কে, কোথায় যাচ্ছে জানতে চেয়েছে৷'

চেকপোস্টগুলোতে পুলিশি তৎপরতা থাকলেও কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোতে তল্লাশি চালানো হয়েছে৷ মহাসড়কে এর আগে নাশকতার পরিস্থিতি তৈরি করা হয়েছিল৷ সে কারণে পুলিশের এমন সতর্ক অবস্থান৷ প্রয়োজনের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বাড়ানো হতে পারে৷'

সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী যানবাহনগুলোতে তল্লাশি চালানো হয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম৷

তিনি বলেন, 'এটি নিয়মিত একটি কার্যক্রম৷ কোনো যানবাহনে অবৈধ মালামাল থাকতে পারে কিংবা অস্ত্র থাকতে পারে। তাই সকাল থেকে আমাদের তৎপরতা রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি৷'

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের ভিত নড়ে গেছে৷ বিরোধী মত ঠেকাতে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করছে সরকার৷ তারা ঢাকামুখী বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছে৷ সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করার জন্য সব ধরনের কার্যক্রম চালাচ্ছে সরকার৷ এতে কাজ হবে না৷ বিএনপির গণসমাবেশ সফল হবেই৷'

এদিকে মহাসড়কে কেউ এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার না হলেও গত রাত থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ নাশকতার অভিযোগে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ গত কয়েকদিন ধরেই এ অভিযান চালাচ্ছে পুলিশ৷

গত ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার ৭টি থানায় মোট ১১টি মামলা হয়েছে৷ এসব মামলার ৮টির বাদী পুলিশ, ২টির বাদী ছাত্রলীগের ২কর্মী এবং একটির বাদী শ্রমিক লীগ নেতা৷

 

Comments

The Daily Star  | English

Teknaf customs in limbo as 19 mt of rice, authorised by AA, reaches port

The consignment of rice weighing 19 metric tonnes arrived at Teknaf land port on Tuesday evening with the documents sealed and signed by the Arakan Army

4h ago