রোনালদোকে একাদশ থেকে বাদ দিল পর্তুগাল
গুঞ্জন ছিল ক্রিস্তিয়ানো রোনালদোকে শুরুর একাদশে না রাখার। পর্তুগালের একটি গণমাধ্যমের সাম্প্রতিক জরিপেও দেশটির অধিকাংশ সমর্থক তাকে বদলি হিসেবে নামানোর পক্ষে রায় দেন। সেই জল্পনা-কল্পনা রূপ নিল বাস্তবে। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের একাদশ থেকে বাদ পড়লেন রোনালদো।
কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই দল। লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত একটায়।
ম্যাচের এক ঘণ্টারও বেশি আগে একাদশ জানিয়ে দিয়েছে দল দুটি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক পর্তুগিজ মহাতারকা রোনালদোর জায়গা হয়েছে বেঞ্চে। এমন কিছু ঘটার সম্ভাবনা থাকলেও পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ডকে শুরুর একাদশে না রেখে নিঃসন্দেহে চমক উপহার দিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস।
৩৮ ছুঁইছুঁই রোনালদোর ওপর ছাপ ফেলতে শুরু করেছে বয়সের ভার। চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে যেমন তিনি নির্বিষ, তেমনি কাতার বিশ্বকাপেও তার পারফরম্যান্স হতাশা জাগানিয়া। গোলমুখে আগের মতো কার্যকারিতা দেখাতে পারছেন পর্তুগাল অধিনায়ক। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলে এখন পর্যন্ত কেবল একটি গোল করেছেন রোনালদো। সেটাও এসেছে পেনাল্টি থেকে। প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে একটিতেও শেষ বাঁশি বাজা পর্যন্ত থাকা হয়নি তার। আগেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ সান্তোস।
রোনালদোর বদলে আক্রমণভাগে জায়গা পেয়েছেন গনসালো রামোস। ক্লাব বেনফিকার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২১ বছর বয়সী তরুণ স্ট্রাইকার। পর্তুগালের শীর্ষ লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল।
রোনালদো না থাকায় সুইসদের বিপক্ষে পর্তুগালের নেতৃত্বে অবধারিতভাবে এসেছে বদল। এই দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।
সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের একাদশ
দিয়োগো কস্তা (গোলরক্ষক), দিয়োগো দালত, পেপে, রুবেন দিয়াস, রাফায়েল গেরেরো, বের্নার্দো সিলভা, উইলিয়াম কারভালহো, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেস, গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স।
Comments