রিচার্লিসনের ভাবনায় এখন শুধুই ক্রোয়েশিয়া
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অসাধারণ ফুটবল শৈলী উপহার দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। হেক্সা মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি। তবে এখনই শিরোপা ভাবনায় ডুবতে চান না দলের অন্যতম সেরা তারকা রিচার্লিসন। আপাতত লক্ষ্যটা সেমি-ফাইনাল। তাই ক্রোয়েশিয়াকে নিয়ে ভাবতে চান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সোমবার রাতে ৯৭৪ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল। দলের হয়ে একটি করে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। কোরিয়ানদের পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন পাইক সিউং-হো।
কোরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ আটে পৌঁছে এখন ক্রোয়েশিয়া ম্যাচ নিয়েই ভাবছেন রিচার্লিসন। ম্যাচ শেষে বলেন, 'আমাদের প্রথমে ক্রোয়েশিয়াকে নিয়ে ভাবতে হবে। আমরা এখন ক্রোয়েশিয়াকে নিয়ে ভাবছি, আরও একটি ধাপ এগিয়ে যাওয়ার জন্য। আপনাকে অবশ্যই এখন ক্রোয়েশিয়ার কথাই ভাবতে হবে।'
বিশ্বকাপে এবার জাদুকরী ছন্দে রয়েছেন রিচার্লিসন। চার ম্যাচে তিনটি গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনিই। বিশ্বকাপের আসরে সম্ভাব্য সেরা দুটি গোলও এসেছে তার কাছ থেকেই। তাতে বেজায় খুশি এ টটেনহ্যাম ফরোয়ার্ড, 'আমি খুব খুশি। আমাকে এভাবেই চালিয়ে যেতে হবে এবং আরও অনেক গোল করতে হবে।'
আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে সেলেসাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সে ম্যাচের আগে দল্টি ভালো অবস্থানে রয়েছে বলে জানান রিচা, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপারটা হচ্ছে দলটি এখন ফোকাসে রয়েছে।'
Comments