বিশাল অঙ্কের পারিশ্রমিকে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন রোনালদো

ছবি: এএফপি

প্রায় দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যমণিদের একজন হয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো পরাশক্তিদের হয়ে খেলেছেন তিনি। তবে ইউরোপে তার সাফল্যমণ্ডিত অভিযানের ইতি ঘটতে চলেছে। ৩৮ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা পাড়ি জমাতে যাচ্ছেন এশিয়ার দেশ সৌদি আরবের লিগে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, বিপুল অঙ্কের পারিশ্রমিকে সৌদির ক্লাব আল নাসরে নাম লেখাতে যাচ্ছেন রোনালদো। আড়াই বছরের চুক্তি হবে দুই পক্ষের মধ্যে। গত মাসে পারস্পরিক সমঝোতায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেন রোনালদো। এর আগে ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারের পর তার ওল্ড ট্র্যাফোর্ড ছাড়া একরকম নিশ্চিত ছিল।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা সোমবার জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আল নাসরের জার্সিতে দেখা যাবে রোনালদোকে। চুক্তি অনুসারে, প্রতি মৌসুমে বেতন-ভাতা মিলিয়ে তিনি পাবেন ২০০ মিলিয়ন ইউরো! অর্থাৎ আড়াই মৌসুমে তার পকেটে ঢুকবে মোট ৫০০ মিলিয়ন ইউরো। এতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারে পরিণত হবেন তিনি।

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো বর্তমানে ফ্রি এজেন্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এমন ক্লাবগুলোতে তার যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও আল নাসর আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছে। তাছাড়া, মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, গত গ্রীষ্মকালীন দলবদলে সৌদি আরবের একটি ক্লাবে চাইলে নামে লেখাতে পারতেন তিনি। তবে ৩০৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

আগামী বছরের ১ জানুয়ারির আগে নতুন কোনো ক্লাবে যোগ দিতে পারবেন না রোনালদো। কারণ, গত গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগে ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। রেড ডেভিলদের হয়ে দুই দফায় সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে জাতীয় দল পর্তুগালকে নিয়ে মনোযোগী রোনালদো। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই নিজের ভবিষ্যতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি। ইতোমধ্যে আসরের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে প্রথম শিরোপার খোঁজে থাকা পর্তুগিজরা। আগামীকাল মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

12h ago