যুবদল সভাপতি টুকুসহ ৬ জন ৪ দিনের রিমান্ডে

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৬ জনকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

অপর ৫ জন হলেন-যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদলকর্মী মোখলেস মিয়া, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন খোকন এবং লালবাগ থানা বিএনপি নেতা জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও মো. আব্দুল্লাহ।

গত ২৬ মে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়েছে।

আজ রোববার পুলিশ তাদের আদালতে হাজির করে ৭ দিনের চাইলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। যুবদল সভাপতি টুকুকে বিএনপির রাজশাহীর সমাবেশ থেকে ফেরার সময় আমিন বাজার থেকে আটক করে দারুসসালাম থানা পুলিশ।

তবে তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্য কোনো বক্তব্য দেয়নি।

টুকুসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এদিকে গত বছরের ১৩ ফেব্রুয়ারি পুলিশকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে করা একটি মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

রমনা থানায় করা এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন-যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী।

অভিযুক্তদের সময় চেয়ে আবেদন খারিজ করে আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিএমএম আদালত জেনারেল রেকর্ডিং অফিসার নিজাম উদ্দিন ফকির।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, এর আগে বিভিন্ন আদালত বিভিন্ন তারিখে মামলার অভিযুক্তদের জামিন আবেদন খারিজ করে দেন।

তবে মামলার অন্যতম আসামি বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের অসুস্থতার কথা বিবেচনা করে তার পক্ষে করা আবেদন মঞ্জুর করেন আদালত।

আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago