সিআরবিতে হাসপাতাল হবে না: রেলমন্ত্রী

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের জন্য শতবর্ষী গাছগুলো গাছ কেটে ফেলার আশঙ্কা আছে। ফাইল ছবি

চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা জানিয়েছেন।

আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আমরা সরকারি-বেসরকারি উদ্যোগে সিআরবিতে একটি হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু চট্টগ্রামবাসীর দাবি ছিল, এখানে যেন কোনো হাসপাতাল করা না হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও একই কথা জানিয়েছেন।'

'তাই এখানে হাসপাতাল হবে না,' বলেন তিনি।

২০২১ সালের জুন থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছেন চট্টগ্রামের সাধারণ মানুষ।

 

Comments