৭ বছরে ধরে প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার অপেক্ষায় চিনু আচার্য্য
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামের বাসিন্দা চিনু আচার্য্য ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু গত ৭ বছরেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি তিনি।
আজ রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তাই তার সঙ্গে দেখা করার জন্য গতকাল শনিবার পটিয়া থেকে চট্টগ্রাম শহরে চলে এসেছেন সত্তোরোর্ধ এই নারী।
সকালে কাজির দেউড়ি মোড়ে সড়কে পাশে ছেলে যীশু আচার্য্যকে নিয়ে অপেক্ষা করছিলেন চিনু। কথা হয় তার সঙ্গে।
চিনু জানান, তার ৪ সন্তানের কেউ দিনমজুর, কেউ বেকার। একমাত্র মেয়ে স্ট্রোক করে কাজ করা শক্তি হারিয়েছে। স্বামী মারা গেছেন।
চিনু বলেন, 'সন্তানদের নিয়ে খুবই কষ্টে আছে। আমার দুঃখের কথাগুলো প্রধানমন্ত্রীকে বলতে চাই। তার সাক্ষাৎ পেতে পটিয়া, চট্টগ্রামের বিভিন্নজনের কাছে আমি গিয়েছি। কেউ আমাকে সাহায্য করেনি।'
চিনুর ছেলে যিশু আচার্য্য জানান, তার মা-ও স্ট্রোক করেছেন। টাকার অভাবে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করতে পারলেও তারা সবাই স্বশিক্ষিত। কাজের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটতে তাদের।
চিনু আচার্য্য বলেন, 'যুদ্ধের সময় আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানি বাহিনীর দোসররা। আমরা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার। আমি আশা করছি প্রধানমন্ত্রী আমাকে সহযোগিতা করবেন।'
Comments