অনুশীলনে ফিরে নেইমার বললেন, ‘ভালো অনুভব করছি’
ব্রাজিলের জন্য গতকাল দিনটি ছিল বিপরীতধর্মী। ডিফেন্ডার অ্যালেক্স তেলেস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের ছিটকে পড়ার খবরের পর সমর্থকদের মনে ভর করেছিল হতাশা। রাতে সেই হতাশা বেশ কিছুটা দূর হয়েছে নেইমারের একটি ভিডিওতে। গোড়ালির চোট কাটিয়ে যে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সেরা তারকা।
শনিবার রাতে ব্রাজিলিয়ান গণমাধ্যমে প্রকাশ হয় একটি ভিডিও। তাতে দেখা যায় বল নিয়ে অনুশীলনে নেমেছেন নেইমার। বেশ সাবলীলভাবেই ছুটছেন তিনি। কোন রকম আড়ষ্টতাও দেখা যায়নি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে এই তারকা দুটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে আমি এখন এটা (অনুশীলন) করব।'
Neymar calçou as chuteiras e treinou com bola pela primeira vez desde a lesão sofrida no tornozelo direito
BORAAAAAAAAAAA #genacopa
CBF TV pic.twitter.com/12vN8dxQUI
— ge (@geglobo) December 3, 2022
সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের বাজে ট্যাকলে গোড়ালির চোটে পড়েন নেইমার। ছিটকে যান গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে। তাকে ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠে ব্রাজিল। তবে একই সঙ্গে চোট সমস্যা দেখা দিয়েছে আরও কয়েকজনের। হেক্সা জেতার মিশনে আসা ব্রাজিল তাই খেয়েছে জোর ধাক্কা।
সেরে উঠে নেইমারের অনুশীলনে নামা অবশ্য এখন দলটিকে দিবে স্বস্তি। সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা তা অবশ্য ব্রাজিল দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
Comments