পেলের শারীরিক অবস্থা 'সংকটাপন্ন'
অনেক দিন থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন কিংবদন্তি ব্রাজিল ফুটবলার পেলে। অবস্থার আরও অবনতি হয়েছে তার। এমনকি কেমোথেরাপিও কাজ করছে না তার শরীরে। শনিবার এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম 'ফোলহা ডে সাও পাওলো'।
কোনো চিকিৎসায় আর সাড়া না দেওয়ায় রেকর্ড তিনটি বিশ্বকাপ জয়ী পেলেকে রাখা হয়েছে 'প্যালিয়াটিভ কেয়ার' ইউনিটে।
গত মঙ্গলবার হৃৎযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় ৮২ বছর বয়সী পেলেকে।
কোনো রোগীর শরীরে কোনো চিকিৎসা কাজ না করলে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয় তাকে। মূলত সমস্যা থেকে কষ্ট কমানোর জন্য এই বন্দোবস্ত করে থাকেন চিকিৎসকেরা।
মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত পেলের গত বছরের সেপ্টেম্বরে মাসে অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। এরপর কেমোথেরাপি চলছিল তার। তবে এখন সেটাও আর নিতে পারছেন না তিনি।
Comments