টিকিটের জন্য হাহাকার আর্জেন্টাইন ভক্তদের
'আমাদের বিশ্বকাপ এখন থেকে শুরু।' মেক্সিকো ম্যাচ শেষে সমর্থকদের আশ্বাস দিয়ে এমনটাই বলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর অধিনায়কের এ মন্তব্য মনে গেঁথে নিয়েছেন দলটির সমর্থকরা। তাদের বিশ্বাস ৩৬ বছরের আক্ষেপ ঘুচবে এবার। তাই মেসিদের খেলা দেখতে টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন তারা।
আল রাইয়ানের আহমদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সংবাদ অনুযায়ী, এই ম্যাচের টিকিট পেতে হন্যে হয়ে ঘুরছেন সমর্থকরা। কিন্তু আনুষ্ঠানিকভাবে এ ম্যাচের টিকিট বিক্রি তো আগেই শেষ।
মূলত শেষ সময় কালোবাজারিদের কাছ থেকে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন ভক্তরা। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১০৫ ডলার। কিন্তু সেই টিকিটের জন্য চড়া মূল্য দাবি করছেন কালোবাজারিরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রতিটি টিকিটের জন্য সর্বনিম্ন ৯০০ ডলার দাম হাঁকা হচ্ছে। তবে অনেক দর কষাকষি শেষে ৬০০ ডলার পর্যন্ত দামে কিনতে পারেছেন কিছু সমর্থক।
অনেক অস্ট্রেলিয়ান নাগরিকও নিজেদের টিকিট বিক্রি করে দিচ্ছেন বলে জানায় সংবাদমাধ্যমটি। কেন তাদের ম্যাচের টিকিট বিক্রি করছেন জানতে চাইলে সেই সব টিকিট বিক্রেতারা জানান, বাড়তি টিকিট থাকায় তা বিক্রি করে দিচ্ছেন তারা।
এদিকে আহমদ বিন আলি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৪৫ হাজার ৩২ জনের। তাতেও খেপেছেন সমর্থকরা। অনেকেই দাবি করছেন, আর্জেন্টিনার ম্যাচগুলো আরও বেশি ধারণ ক্ষমতার মাঠে দেওয়া উচিৎ ছিল।
এবার সৌদি আরবের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েই আসর শুরু করে আর্জেন্টিনা। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তাতেই সমর্থক প্রত্যাশা বেড়েছে আরও।
Comments