ব্যাংকার আনোয়ারুল আমীন মারা গেছেন
প্রখ্যাত ব্যাংকার আনোয়ারুল আমীন আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ ভোর ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারুল আমীন মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আনোয়ারুল আমীন একজন সুপরিচিত ব্যাংকার এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও চেয়ারম্যান ছিলেন।
Comments