ক্যামেরুন ফুটবলারদের ‘বাবা’ তিনি 

Rigobert Song

কাতার বিশ্বকাপে দারুণ ফুটবল উপহার দিচ্ছে এশিয়া ও আফ্রিকার দলগুলো। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ম্যাচ, সার্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে ড্র করেছে ক্যামেরুন। ম্যাচশেষে আফ্রিকার অদম্য সিংহদের কোচ রিগোবার্ট সং জানালেন, তিনি তার শিষ্যদের বাবার মতো।

সোমবার কাতার বিশ্বকাপের 'জি' গ্রুপের খেলায় ৩-৩ গোলে ড্র করেছে সার্বিয়া ও ক্যামেরুন। ২৯ মিনিটে জিন-চার্লস ক্যাসটেলেট্টোর গোলে এগিয়ে যায় আফ্রিকান দলটি। তবে প্রথমার্ধের পর যোগ করা সময়ে সার্গেই মিলিনকোভিচ সাভিচ ও স্ত্রাহিনিয়া পাভলোভিচের জোড়া গোলে লিড নিয়ে নেয় সার্বিয়া। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা, গোল করেন আলেক্সান্দার মিত্রোভিচ।

তবে নাটকের তখনও বাকি। ৬৩ ও ৬৬ মিনিটে দুই গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান এরিক ম্যাক্সিম চুপো মোটিং ও ভিনসেন্ট আবুবকর। ফলে শেষ পর্যন্ত খেলাটির সমাপ্তি ঘটে ড্রতে। ম্যাচটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ভালো কিপিং করা আন্দ্রে ওনানাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি দিয়ে একাদশে রাখেননি সং। ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য দেওয়াই যে তার কাজ সেটা ম্যাচশেষে মনে করিয়ে দিলেন ক্যামেরুন বস।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ৪৬ বছর বয়সী এই কোচ বলেন, 'সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমরা একটি প্রতিযোগিতায় আছি এবং আমার কাজ ব্যক্তির আগে দলকে রাখা। সে ইউরোপের অন্যতম সেরা গোলরক্ষক। এটা তার পারফরম্যান্সের জন্য নয় কিন্তু আপনার দলকে বাঁচাতে হবে।'

তবে ইন্টার মিলান কিপারকে ছাড়া খেলতে নামায় কিছুটা ঝুঁকি ছিল বলেও জানান সং, 'হয়ত আমাদের একটা শক্তিশালী সঙ্কেতের প্রয়োজন ছিল। আমি একটা বড় ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু আমি এই বাচ্চাগুলোর (খেলোয়াড়দের) বাবা। তাই যখন আমার ঝুঁকি নিতে হয় ও সিদ্ধান্ত নিতে হয়, আমি সেটা করি ও যেটা করি সেটার পক্ষেই থাকি।' 

ওনানা আরেকটি সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্যামেরুনের জার্সিতে রেকর্ড ১৩৭ ম্যাচ খেলা এই কোচ বলেন, 'আমরা দেখব সে (বিশ্বকাপে) খেলা চালিয়ে যেতে পারে কিনা। সে নিয়ম মেনে চলে কিনা সেটা দেখব আমরা।'

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

7h ago