ফিফার টুইটার পেজে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের উল্লাসের ভিডিও
ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। সারা বছর ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে ইউরোপের ক্লাব পর্যায়ের প্রতিযোগিতাগুলো। আর বিশ্বকাপ এলে সমর্থকরা রীতিমতো বুঁদ হয়ে থাকেন ফুটবল নিয়ে। দল বেঁধে ঘরের বাইরে বড় পর্দায় খেলা দেখার আয়োজন চলে বিভিন্ন জায়গায়। তেমনই এক আয়োজনে লিওনেল মেসির গোলের পর দেশের আর্জেন্টিনা সমর্থকদের একাংশের উল্লাসের ভিডিও নজর কেড়েছে ফিফার।
গত শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বাঁচা-মরার লড়াইয়ে অধিনায়ক মেসির জাদুতে ২-০ গোলে জেতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজে চোখ ধাঁধানো একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। ফলে ফুটবলের মহাযজ্ঞে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে আসরের অন্যতম ফেভারিট দলটি। তাতে আর্জেন্টিনার ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও শিরোপা জেতার স্বপ্ন বুনতে শুরু করেছেন।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেও বিবর্ণ ছিল তারকাখচিত আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে বেশ কিছু পরিবর্তন আনেন তাদের কোচ লিওনেল স্কালোনি। তবে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড় মেসিকেই দলের প্রয়োজনে সামনে এগিয়ে আসতে হয়। গোল যখন সোনার হরিণ বলে মনে হচ্ছিল, ভক্তরা হয়তো হতাশায় ডুব দিচ্ছিলেন, তখনই মুহূর্তের সিদ্ধান্তে প্রায় ২৫ গজ দূর থেকে গোলমুখে শট নেন তিনি। প্রতিপক্ষের গোলরক্ষক গিলের্মো ওচোয়ার ঝাঁপ ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। সঙ্গে সঙ্গে কাঁপন ধরে যায় গ্যালারিতে, যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৮৯ হাজার দর্শক। চওড়া হাসি ফোটে আর্জেন্টাইন সমর্থকদের মুখে।
This is the power of football @Argentina fans in Bangladesh celebrating Lionel Messi's goal in the #FIFAWorldCup victory over Mexico last nightpic.twitter.com/HSE6JGGRsw
— FIFA.com (@FIFAcom) November 27, 2022
মেসির গোলে তৈরি হওয়া বাঁধ ভাঙা উল্লাসের ঢেউ আছড়ে পড়ে হাজার হাজার মাইল দূরে অবস্থিত বাংলাদেশেও। বল গোললাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ভক্তদের চিৎকার, একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দে মাতোয়ারা হওয়া। যদিও তখন বাংলাদেশ সময় অনুসারে ছিল মাঝরাত! বড় পর্দায় যেসব স্থানে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল, সেসব স্থান যেন পরিণত হয় এক টুকরো লুসাইলে! তেমনি একটি আয়োজন দেশের আর্জেন্টিনা ও মেসিপ্রেমীদের উচ্ছ্বাসের দৃশ্য পৌঁছে যায় ফিফার কাছেও। তারা একে অভিহিত করেছে 'ফুটবলের শক্তি' হিসেবে।
আগের দিন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের স্বীকৃত পেজে ভক্তদের বাঁধনহারা উদযাপনের ভিডিও পোস্ট করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, 'এটাই হলো ফুটবলের শক্তি। ফিফা বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা লিওনেল মেসির গোল উদযাপন করছে।'
উল্লেখ্য, মেক্সিকোর বিপক্ষে জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। দুই ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট। গোল ব্যবধানে তারা রয়েছে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সৌদি আরব। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। তলানিতে থাকা মেক্সিকোর পয়েন্ট ১। গ্রুপ পর্বে মেসিদের শেষ ম্যাচ পোলিশদের বিপক্ষে। ৯৭৪ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী বুধবার রাত একটায় মুখোমুখি হবে দুই দল। জিতলে নকআউটে পৌঁছে যাবে আর্জেন্টিনা, ড্র করলে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। আর হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
Comments