চাপ কাটিয়ে ওঠার সব ক্ষমতাই রয়েছে রোনালদোদের, বললেন কোচ

সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় কিছুটা হলেও চাপে রয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। একই সঙ্গে পর্তুগালের প্রত্যাশার চাপ। এবার বেশ শক্তিশালী একটি দল নিয়ে বিশ্বকাপে এসেছে দলটি। তবে সব ধরণের চাপ উতরে উঠার সব ক্ষমতাই রোনালদোদের মধ্যে রয়েছে বলে জানালেন দলের প্রধান কোচ কার্লোস সান্তোস।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার রাতে ল্যাতিন আমেরিকার দল উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। এ ম্যাচ জিতলেই নকআউট পড়বে নাম লেখাবে দলটি। ম্যাচের আগে সব আলোচনা রোনালদোকে নিয়েই। ঘানার বিপক্ষে পাওয়া পেনাল্টি নিয়ে বিতর্ক থাকলেও গোল দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। উরুগুয়ের বিপক্ষেও এমন কিছু আশা করছে দলটি।

তবে চাপ যতই থাকুক, কোনো কিছু নিয়েই উদ্বিগ্ন নন সান্তোস। নিজেদের দলে রোনালদো, রুবেন দিয়াস, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যান্সেলো, জোয়াও ফেলিক্সদের মতো তারকা খেলোয়াড় আছে বলেই চাপ থাকবেই বলে মনে করেন তিনি। আর সব চাপ উতরে নেওয়ার ক্ষমতা দলের সবার মধ্যেই আছে বলে মনে করেন তিনি।

'আমাদের এমন খেলোয়াড় আছে যারা অন্যদের চেয়ে একটু বেশি দৃশ্যমান। তাদের বেশি অগ্রাধিকার দিয়ে এবং চাপ সঙ্গে নিয়ে মোকাবেলা করতে হবে। তারা বিশেষ উপায়ে নিজেদের প্রকাশ করে। এমন কিছু খেলোয়াড় আছে যারা বেশ বহির্মুখী, কিছু অন্তর্মুখী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই একটি দল হিসেবে খেলে, একত্রে খেলে,' ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন সান্তোস।

রোনালদোকে নিয়েও উদ্বেগের কিছু নেই জানিয়ে এ কোচ আরও বলেন, 'ক্রিস্তিয়ানোকে নিয়ে কতোটা উদ্বিগ্ন? আমি তাকে বহু বছর ধরে চিনি, সেই ১৯ বছর বয়স থেকে। আমাদের দলের অন্যান্য খেলোয়াড়রাও রয়েছে যারা একই ব্যক্তিত্বের। ধীরে ধীরে তারা আরও অভিজ্ঞতা অর্জন করেছে এবং এই চাপটি বুঝতে পেরেছে। তবে আমরা কেবল ক্রিস্তিয়ানো রোনালদোই নয়, অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও বিষয়টি একই।'

নিজেদের প্রথম ম্যাচে অবশ্য ঘানাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচে একটু উনিশ-বিশ হলেই ম্যাচটা হতে পারতো ড্র। এমনকি হারের শঙ্কাও ছিল। তাই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে নামার আগে শঙ্কা কিছুটা থাকছেই দলটির।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

10h ago