পটুয়াখালীতে ‘পাচারের সময়’ ৪৮ কচ্ছপ উদ্ধার

কচ্ছপ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ৪৮টি জীবিত কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্স।

আজ শনিবার সকালে পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিমেল লাভার্স কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত হোসেন জানান, একটি চক্র কচ্ছপগুলো বস্তায় ভরে খুলনা নিয়ে যেতে বিআরটিসি বাসে তোলে। আমরা কচ্ছপগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এই চক্রে কারা ছিল তা আমরা জানতে পারিনি। কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা বস্তাটি বাসে রেখেছিল সে বিষয়ে বাসের চালক বা তার সহকারী কিছুই জানাতে পারেননি।

তারিকুল ইসলাম জানান, কচ্ছপগুলো আজ সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে অবমুক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus asked the executives to maintain transparency in businesses

48m ago