জামালপুরে ব্রাজিল সমর্থকদের অগ্রিম আনন্দ শোভাযাত্রা

বৃহস্পতিবার বিকেলে মাদারগঞ্জের বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। ব্রাজিলের জয় কামনা করে জামালপুরের মাদারগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকরা। 

বৃহস্পতিবার বিকেলে শহরের বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলার প্রায় ২ শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

শোভাযাত্রা আয়োজক কমিটির মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্রাজিল বিশ্বের এক নম্বর দল। ব্রাজিলের এবারের টিম অন্য কোনো দলের মতো না। ব্রাজিলের সব খেলোয়াড়ই ভালো। আজ সার্বিয়ার সঙ্গে প্রথম খেলা। তাই আমরা আশা করছি আজকের ম্যাচে ব্রাজিল অবশ্যই জয়লাভ করবে।'

Comments