আগে জিকো, সক্রেটিস এখন নেইমার প্রিয়: আলমগীর

নায়ক ও পরিচালক আলমগীর। ছবি: সংগৃহীত

'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' উপলক্ষে চারদিকে চলছে ফুটবল উৎসবের আমেজ। ২৪ নভেম্বর রাত ১টায় ব্রাজিল-সার্বিয়ার খেলা। বিশ্বকাপ নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি বিনোদনের তারকাদেরও আগ্রহের কমতি নেই।

বিশ্বকাপে নিজের প্রিয় দল নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান নায়ক ও পরিচালক আলমগীর।

আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আমার আলাদা একটা ভালোলাগা আছে। আবাহনী-মোহামেডানের ফুটবল খেলা খুবই পছন্দ করতাম। ব্যক্তিগতভাবে আবাহনীর সমর্থক আমি। ছোটবেলা থেকেই ব্রাজিল টিমের ভক্ত। এখন নেইমারের খেলা ভালো লাগে। ছোটবেলায় জিকো, সক্রেটিসের খেলা ভালো লাগত। ব্রাজিলের খেলা থাকলে সেই খেলা অবশ্যই দেখার চেষ্টা করি।'

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

2h ago