নদী দূষণমুক্ত করার সরঞ্জাম বাংলাদেশের নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেছেন, 'অনেক সীমাবদ্ধতার কারণে দেশের নদীগুলোকে দূষণ থেকে মুক্ত করা যাচ্ছে না।'

আজ মঙ্গলবার আত্রাই, ইছামতি, বড়াল, মহানন্দা ও পুনর্ভবা নদীর ওপর গবেষণা শীর্ষক বিভাগীয় কর্মশালায় যোগ দেওয়ার আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশ এখনো নদীগুলোকে দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি। সরকার নদীগুলোকে দূষণমুক্ত করতে সরঞ্জাম সংগ্রহের একটি প্রকল্প হাতে নিয়েছে।'

তিনি বলেন, 'নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি কাজ করছে।'

প্রতিমন্ত্রী নদী দখল ও দূষণের ঘটনা উদঘাটনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, 'গণমাধ্যমের প্রতিবেদনের কারণে সরকার অনেক নদী পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।'

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'ভারত ও বাংলাদেশের মাঝে নদীপথ স্থাপনের একটি প্রকল্প এগিয়ে যাচ্ছে।'

তিনি সরকারের অন্যতম প্রধান এজেন্ডা দেশের নদীগুলোকে পুনরুজ্জীবিত করা এবং দেশের নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

54m ago