ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মাঝে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। 

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago