ব্রাজিলের ৫০০ হাত লম্বা পতাকার জবাবে আর্জেন্টিনার ৬০০ হাত পতাকা

সাতক্ষীরার তালায় আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের বানানো পতাকা। ছবি: সংগৃহীত

রাত শেষ হলেই কাতারে পর্দা উড়বে বিশ্বকাপ ফুটবলের। সেই  উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে শহর থেকে গ্রামে। সমর্থকদের মাছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ শনিবার সাতক্ষীরার তালা উপজেলা সদরে আর্জেন্টিনার সমর্থকরা ৬০০ হাত লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে। এর আগের দিন ব্রাজিল সমর্থকরা ৫০০ হাত লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা করে।

আজ আর্জেন্টিনার ভক্তরা সকাল ১০টায় পুরাতন তালা বি দে সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা বের করেন। তাদের সবার গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি।

শোভাযাত্রার উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, 'আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছি। পতাকাটি টানানো হয়েছে তালা সদরে সরকারি কলেজের সামনে।'

শোভাযাত্রায় অংশ নেওয়া সাফায়েত গাজী, নয়ন ভদ্র, সুমন সরদার, ইমন হাসানসহ আরও অনেকে জানান, ছোটবেলা থেকেই তারা মেসির ভক্ত, আর্জেন্টিনার সমর্থক। তাই এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সবার প্রত্যাশা, এবার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৫০-৫০০ সমর্থক নেন।

অন্যদিকে তালায় ব্রাজিলের ফ্যানস ক্লাবের উদ্যোগে ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা হয় শুক্রবার। সকাল ১১টার দিকে তালা সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে। ব্রাজিলের জার্সি পরে বাদ্যযন্ত্র বাজিয়ে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেন।

তালা ব্রাজিল ফ্যানস ক্লাবের সদস্য অর্ঘ্য ঘোষ বলেন, 'বিশ্বে নান্দনিক ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। তাদের খেলার মধ্যে শৈল্পিক নৈপুণ্য আছে, আছে ছন্দ। যে ব্রাজিলের ফুটবল খেলা দেখবে সে ব্রাজিলে ফ্যান হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'সুদূর কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে আমাদের প্রাণের দল ব্রাজিল। প্রিয় দলকে স্বাগত জানাতে এই উদ্যোগ। আমরা ৫০০ হাত দীর্ঘ পতাকা বানিয়েছি। পতাকাটি ব্রাজিলের খেলোয়াড়দের উৎসর্গ করা হয়েছে।'

ব্রাজিল ফ্যান ক্লাবের সংগঠক সুমন হোড় বলেন, 'তালা ব্রাজিলের সমর্থক। প্রিয় খেলোয়াড় নেইমারকে তারা মনে প্রাণে ভালোবাসে। আমি মনে করি এবারও  বিশ্বকাপ ব্রাজিলের ঘরে উঠবে।'

তালা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, শুক্রবার সকালে একদল ছেলে ও মেয়ে ব্রাজিলের ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে তালা উপজেলা সদরে শোভাযাত্রা করেছে। তার পাল্টা হিসেবে শনিবার ব্রাজিল ফুটবল দলের সমর্থরা কয়েক'শ সমর্থক নিয়ে তালা সদরে শোভাযাত্রা করে।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago