এক লাইনে ২ ইঞ্জিন, অতঃপর সংঘর্ষ
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রেলওয়ের লোকোশেডে ট্রেনের একটি ইঞ্জিনের সঙ্গে আরেকটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেল কর্তৃপক্ষ ইঞ্জিন দুটি উদ্ধারের কাজ করছিল।
রেলওয়ের একজন লোকোমাস্টার ডেইলি স্টারকে জানান, শুক্রবার দুপুরে পাহাড়তলী লোকোশেডে শান্টিং (লাইন পরিবর্তন) করার সময় একসঙ্গে একই লাইনে উঠে পড়ে দুটি ইঞ্জিন। ৩০২০ সিরিজের ইঞ্জিনের পর ২৩৩৯ সিরিজের ইঞ্জিনটি শান্টিংয়ের কথা ছিল, কিন্তু সংকেত না মেনে ইঞ্জিন দুটি একই লাইনে ঢুকে পড়ে। এসময় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনা সম্পর্কে আমি অবগত না।'
Comments