আগুন দাও-বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাস কারা করেছে এ দেশের বাচ্চাও জানে।

তিনি আরও বলেন, বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন।

আজ শুক্রবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, তারা যেভাবে চলছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশ অনিশ্চয়তার দিকে কোনো দিনও যাবে না। তারা যত ষড়যন্ত্র-চক্রান্ত করুক। বিএনপি এখন বলে, আগুন সন্ত্রাস না কি আওয়ামী লীগ করেছে।

ফখরুল সাহেব এত মিথ্যা কথা আপনি বলতে পারেন, এত মিথ্যাচার আপনি করতে পারেন! আগুন সন্ত্রাস কে করেছে এ দেশের বাচ্চা শিশুরাও জানে। তখন যারা বাচ্চা ছিল তারাও জানে কারা আগুন সন্ত্রাস করেছে। হাওয়া ভবন ও বেগম জিয়ার নির্দেশ কীভাবে চট্টগ্রামের এক নেতাকে...অডিওতে এখনো আছে—আগুন দাও আছে। বোমা মারো, বেগম জিয়া নিজে বলেছেন। ভুলে গেছেন, বিএনপি মহাসচিবের উদ্দেশে প্রশ্ন রাখেন কাদের।

বঙ্গবন্ধু হত্যার প্রসঙ্গ টেনে কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি হোতা বিএনপি। তাদের নেতা জিয়াউর রহমান প্রতিহিংসার রাজনীতির সূচনা করেছেন। ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। তারপর ২১ আগস্ট; এই দল বিএনপি শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করেছে। সংসদে কথা বলতে দেয়নি।

বিএনপির প্রধানতম শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তার বিরুদ্ধে চক্রান্ত; কেন তিনি এতদিন ক্ষমতায় আছেন। জ্বালা কেন বুঝি, বলেন কাদের।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা উন্নয়ন দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখে।

আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয় মন্তব্য করে তিনি আরও বলেন, ১৯-২০ বার আমাদের নেত্রী ষড়যন্ত্রের শিকার হয়েছেন, মাথানত করেননি। শেখ হাসিনা হার মানতে জানেন না। তাকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলবেন, আপস করাবেন; ১০ তারিখে এখন আবার ডিফেন্সিভ মুড কেন! মনে হয় তো এই ক্ষমতা নিয়ে গেল। মনে হয় এই হাওয়া ভবন এসে গেল। মনে হয় এই ফিরে পেলাম ময়ূর সিংহাসন। এ রকম একটা ভাব ছিল। কোথায় গেল এই ভাব? এখন বলে আমাদের তো এ ধরনের কোনো চিন্তা ছিল না। তাহলে লাল কার্ড দেখিয়েছে কারা?

ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে সরকারের পতন ঘটিয়ে, এসব অনেক কথা বিএনপি নেতারা অবিরাম তোতা পাখির মতো বুলি আউড়িয়ে গেছে। এখন ভিন্ন সুর, না জানি কী কৌশল। এখন মুখে বলছে, আমাদের সমাবেশ হবে, অনুমতি চাই। মুখে রক্ষনার্তক মনোভাব, অন্তরে আক্রমণাত্মক শো ডাউন। আমরা প্রস্তুত আছি, ডিসেম্বরে খেলা হবে। ফাইনাল খেলা নির্বাচনে, বলেন কাদের।

তিনি আরও বলেন, নির্বাচনে আসুন। তখন দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারও টের পাবেন। আওয়ামী লীগ বিএনপি নয়। যাদের বছরের পর বছর সম্মেলন হয় না। যাদের ঘরে বসে কমিটি ঘোষণা হয়।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago