হাসপাতাল থেকেই ছড়াচ্ছে রোগ

আইসিডিডিআর,বি ১১টি টারশিয়ারি হাসপাতালে গবেষণা করে দেখেছে, ভর্তির পর রোগীদের সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণে নজরদারি নেই কোনো হাসপাতালেই। আইসিইউ, সিসিউ, এইচডিইউতে ভর্তি হয়ে সুস্থ হওয়ার বদলে অনেক রোগীই নতুন করে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে, ঘটছে মৃত্যুর ঘটনাও।

এ বিষয়টিতে নজরদারি নেই কেন?

Comments