পুলিশের আরেক কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসর
পুলিশের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. আলী হোসেন ফকির নামের ওই কর্মকর্তা খুলনায় ৩য় এপিবিএনের অধিনায়ক ছিলেন। বর্তমানে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত আছেন।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে।
সরকার এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তা ও ২ জন অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠিয়েছেছিল।
তাদের অবসরে পাঠানোর ব্যাপারে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাদের জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে।
এর স্বপক্ষে যুক্তি দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে।
আর পুলিশ কর্মকর্তাদের অবসরের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো পুলিশ কর্মকর্তার মধ্যে দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা গেলে তাদের সময়ের আগে অবসর দেওয়া হতেই পারে।
Comments