মঞ্চে ফিরছেন চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। ছবি: স্টার

চলচ্চিত্র, ওয়েব ফিল্ম ও টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী অভিনয় জীবন শুরু করেন মঞ্চ নাটক দিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই তিনি আরণ্যক নাট্যদলে যোগ দেন। এরপর কেটে গেছে দীর্ঘ বছর।

এক সময় আরণ্যক নাট্যদলের হয়ে নিয়মিত ঢাকার মঞ্চে অভিনয় করেছেন এবং মঞ্চপ্রেমিদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন। রাঢ়াঙ ও সংক্রান্তি নাটক দুটিতে নিয়মিত দেখা যেত তাকে। দুটি নাটকই বহুল প্রশংসিত হয়েছে।

টেলিভিশন নাটকে ব্যস্ততার পর মঞ্চে সময় দেওয়া কমে যায়। এরপর চলচ্চিত্রেও ব্যস্ত হয়ে পড়েন এই দর্শকপ্রিয় অভিনেতা। তবে, নিয়মিত মঞ্চে অভিনয় না করলেও নিজ নাটকের দল আরণ্যকের সঙ্গে তার সখ্যতা ও যোগাযোগ আগের মতোই আছে।

এদিকে আরণ্যক নট্যদলের সাড়া জাগানো নাটক রাঢ়াঙ দিয়ে বিরতি ভাঙছেন চঞ্চল চৌধুরী। এই নাটকের ১৯৯তম এবং ২০০তম শো করতে মঞ্চে উঠবেন তিনি চলতি মাসে।

চঞ্চল চৌধুরী আজ সকালে দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাঢ়াঙ আমার খুব প্রিয় নাটক। দর্শকরা নাটকটি বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। তার জন্যই এতগুলো শো হয়েছে। এবার বিশেষ শো দিয়ে ফিরছি আমি।

তিনি আরও বলেন, রাঢ়াঙ নাটকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি আমি। যারা নাটকটি দেখেছেন তারা জানেন আমি ও আ খ ম হাসান একসঙ্গে স্টেজে উঠি। আশা করছি আগের মতোই মঞ্চপ্রেমিদের কাছ থেকে ভালোবাসা পাব।

চঞ্চল চৌধুরী বলেন, আমার নাট্যগুরু মামুনুর রশীদের জন্মদিন ২৯
ফেব্রুয়ারি। ৪ বছর পর পর বিশেষ দিনটি আসে। সবশেষ মামুন ভাইয়ের জন্মদিনে রাঢ়াঙ নাটকের শো করেছিলাম। এবারের শো বেশি স্মরণীয় হয়ে থাকবে। কেন না, ২০০তম শো মানেই বড় কিছু।

রাঢ়াঙ নাটকের নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ।

 

Comments