বিএনপির নৈশভোজে পুলিশি বাধার অভিযোগ

বিএনপি নেতাদের অভিযোগ, খাবার বিতরণে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে পুলিশ বাধা দেওয়ায় আগত অতিথিদের প্যাকেট খাবার দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে 'সাংবাদিকদের সম্মানে' এক প্রীতি সম্মিলনী ও নৈশভোজের আয়োজন করেছিল বিএনপি। তবে এতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ করেছে দলটি। যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় এই আয়োজন করে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম। পরে পুলিশের পক্ষ থেকে বাধা আসার অভিযোগ এনে আয়োজনটি করতে না পারায় উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন দলটির নেতারা।

তবে নৈশভোজের এ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, 'সাংবাদিকদের দাওয়াত দিয়ে রেস্টুরেন্টে খাওয়ানোর ব্যাপারে বিএনপি কোনো অনুমতি চায়নি। এজন্য অনুমতি দেওয়ারও কিছু নেই। এখন তারা পুলিশের বাধার কথা বলে উল্টাপাল্টা দাবি করছে।'

জেলার বিএনপি নেতাদের ভাষ্য, ১৫ অক্টোবর ময়মনসিংহে শত বাধা উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশ সফল করেছে বিএনপি। ওই সমাবেশে গণমাধ্যমকর্মীরা অনেক কষ্ট করেছেন। এজন্য দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে এই নৈশভোজ ও প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়েছিল।

আয়োজক দলের প্রধান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ বিষয়ে বলেন, 'পুলিশ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠান আয়োজন ও খাবার বিতরণ করতে নিষেধ করে। পরে বাইরে থেকে খাবার এনে অতিথিদের প্যাকেট খাবার দিতে হয়েছে। একটি সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের এমন নিষেধাজ্ঞা নিন্দনীয় এবং সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের সামিল।'

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

12h ago