ফারদিন হত্যার সুনির্দিষ্ট প্রমাণসহ কোনো তথ্য পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নৌ পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা সুনির্দিষ্ট প্রমাণসহ কোনো তথ্য পাইনি। 'আমরা শুধুমাত্র তথ্যের ওপর কথা বলি।'

নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর ফারদিনের সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর ৮ নভেম্বর ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা রামপুরা থানায় তার ছেলের বন্ধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরই পুলিশ আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করে।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

Comments

The Daily Star  | English

Iran to begin Uranium enrichment with advanced centrifuges: UN watchdog

Iran plans to begin uranium enrichment using thousands of advanced centrifuges at its key nuclear facilities, Fordo and Natanz, the United Nations' International Atomic Energy Agency (IAEA) reported on Friday

32m ago