৩ দিনের সীমান্ত সম্মেলন, বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল ভারতে

বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলকে ফুল দিয়ে বরণ করে নেন বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উচ্চ পর্যায়ের ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহানসহ ১৫ সদস্যের প্রতিনিধি দলটি আজ রোববার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যান।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছলে বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবির প্রতিনিধি দলকে গার্ড অব অনার প্রদান করা হয়।

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি দেশে ফিরবেন।

বৈঠকে সীমান্ত পথে অবৈধ অস্ত্র, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হবে বলে তিনি জানান।

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

2h ago