জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তিতর্ক উপস্থাপন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের দলের বিষয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই বিষয়ে গত ৩১ অক্টোবর যে আদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহারে যুক্তি উপস্থাপন করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের দলের বিষয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই বিষয়ে গত ৩১ অক্টোবর যে আদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহারে যুক্তি উপস্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবাদী পক্ষের আইনজীবী শেখ মুহাম্মদ সেরাজুল ইসলাম আদেশ প্রত্যাহার চেয়ে যুক্তি উপস্থাপন করেন।

এর আগে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মাসুদুল হক একটি আদেশ জারি করে বলেন, জিএম কাদের দলের বিষয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না।

জাপার সাবেক আইনপ্রণেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে ওই আদেশ জারি করা হয়।

জাতীয় পার্টির প্রধানের সাবেক উপদেষ্টা মৃধাকে গত ১৭ সেপ্টেম্বর দল থেকে সরিয়ে দেওয়া হয়।

আজ শুনানির সময় শেখ সেরাজ আদালতকে জানান, বাদী ব্যবহার করছেন এমন কোনো উপদেষ্টার পদ জাতীয় পার্টিতে নেই। তাছাড়া বাদী ভালো কোনো উদ্দেশ্যে আদালতে আসেননি। তিনি অসৎ উদ্দেশ্য কেবল রাজনৈতিক ক্ষেত্রে জিএম কাদেরের ভাবমূর্তি নষ্ট করার জন্য মামলাটি দায়ের করেছিলেন। নিষেধাজ্ঞা বলবৎ থাকলে দলের অপূরণীয় ক্ষতি হবে।

তাই দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে যে কোনো রাজনৈতিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার আদেশ প্রত্যাহার করা উচিত বলেও জানান এই আইনজীবী।

তবে বাদীপক্ষের আইনজীবী আদালতকে বলেন, জিএম কাদেরের ওপর যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত পালন থেকে বিরত রাখার আদেশ অবশ্যই যাচাইবাছাই করেই পাস হয়েছে।

সুতরাং এই আদেশ তুলে নেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে যে আবেদন জমা দেওয়া হয়েছে তা খারিজ করা উচিত, আইনজীবী যোগ করেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, সব নথি খতিয়ে দেখে তিনি এই বিষয়ে নির্দেশ দেবেন।

Comments