কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পলেস্তারা খসে পড়ে আহত ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজনসহ ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ৩ জন হলেন, উপজেলার সিংগী বাজার এলাকার বাসিন্দা মনোয়ারা খাতুন, তার মেয়ে সুমি আক্তার ও ফুলজান বেগম। এদের মধ্যে সুমি গুরুতর আহত হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নারী ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন আমিরুল ইসলাম জানান, গতকাল বিকেলে মনোয়ার খাতুনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তার মেয়ে সুমি ও ভাবি ফুলজান তাকে দেখতে আসেছিলেন এবং থেকে যান। রাতে তারা রোগীর শয্যার পাশে মেঝেতে শুয়ে ছিলেন। সকাল ৭টার দিকে ছাদের পলেস্তারা খসে পড়লে তারা আহত হন। ফুলজান বেগমের ডান পায়ে ২০টি সেলাই দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের প্রধান ভবনটি ১৯৬৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেন। ভবনের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ছিল। কিছু দিন আগে সংস্কার করা হয়েছে। তারপরও এ রকম দুর্ঘটনা ঘটলো, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago