সূর্যকুমার অন্য গ্রহের: ওয়াসিম

surya kumar jadhav

প্রথম ব্যাটার হিসেবে চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান পুরো করে ফেলেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই ব্যাটিং সেনসেশন এই পরিমাণ রান করেছেন আবার ১৮০'র বেশি স্ট্রাইকরেট রেখে। অবিশ্বাস্য সব শট, প্রতি ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ে নিজেকে তুলেছেন অন্য উচ্চতায়। সূর্যকুমারের ব্যাটিংয়ের তাই ভক্ত বাড়ছে। পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের তো মনে হচ্ছে, এই ডানহাতি ভিন্ন গ্রহের!

এবার বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৭৫ গড়ে সূর্যকুমার করেছেন ২২৫ রান। তার স্ট্রাইকরেট ১৯৩.৯৬! যা সবার চেয়ে বেশি। এখন পর্যন্ত আসরে ফিফটি করেছেন তিনটি। জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবিশ্বাস্য সব শটে ২৬ বলে করেন অপরাজিত ৬১ রান।

ওই ইনিংস দেখার পর পাকিস্তানের 'এ স্পোর্টসের' টক শোতে ওয়াসিম প্রশংসায় ভাসান সূর্যকুমারকে, 'আমার মনে হয় সে ভিন্নগ্রহ থেকে এসেছে। বাকি সবার চেয়ে সে একদমই আলাদা। যে পরিমাণ রান সে করছে। এই বছর একমাত্র ব্যাটার হিসেবে ১ হাজার রান করেছে, যেকোনো বছরে এই ফরম্যাটে এত রান আর কেউ করেনি। আর সেটা করেছে ১৮০র বেশি স্ট্রাইকরেটে। তার খেলা দেখা চোখের প্রশান্তি। শুধু জিম্বাবুয়ে না, সেরা বোলিং আক্রমণের বিপক্ষেও।  এই শটটা দেখুন অবিশ্বাস্য (ইনিংসের শেষ স্কুপ করে মারা ছক্কা নিয়ে) । প্রতিভার সঙ্গে সাহসের অসাধারণ মিশেল। মজা লাগে তার খেলা দেখতে।'

ওয়াসিমের কথার মাঝেই পাশে থাকা আরেক কিংবদন্তি পাক পেসার ওয়াকার ইউনুস যোগ করেন, 'সব দিকেই মারে। সে আসলেই ৩৬০ ডিগ্রি। সবদিকেই সমানভাবে বল মারতে পারে।'

ওয়াকার অবশ্য সূর্যকুমারকে থামানোর একটা উপায়ও খুঁজেছেন, 'টি-টোয়েন্টিতে তাকে আউট করার সেরা উপায় কি? ওয়ানডে ও টেস্টে পরিকল্পনা করে আউট করতে পারেন। কিন্তু টি-টোয়েন্টিতে বোলাররা এমনিতেই ব্যাকফুটে থাকে। যখন কেউ একজন এমন ছন্দে থাকে তাকে বল করা কঠিন। পাকিস্তান এবার এটা ভালোভাবে করতে পেরেছে। শরীর তাক করা গতিময়  শর্ট বল দিয়ে কাবু করেছে। হয়ত এটা একমাত্র একটা  উপায় হতে পারে।'

৩২ পেরুনো সূর্যকুমার এই মুহূর্তে টি-টোয়েন্টিতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। ৩৯ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ৪২.৩৩ গড়ে করেছেন ১ হাজার ২৭০ রান। এরকম ধারাবাহিকতা ধরে রেখেও তার স্ট্রাইকরেট ১৭৯.৬৩। যাও কমপক্ষে ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trials: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

42m ago