কৃষিপণ্য রপ্তানি বাড়াতে এফবিসিসিআই-ইউএসডিএ সমঝোতা স্মারক সই

এফবিসিসিআই ও ইউএসডিএর মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে ইউএসডিএ (ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার) এর বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। 

রোববার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি সই হয়। এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও বিটিএফ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মিশেল জে. পার সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, 'বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও, আন্তর্জাতিক মানের অভাবে মূলধারার বাজার ধরা সম্ভব হচ্ছে না।'

'এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিটিএফ প্রকল্প এবং এফবিসিসিআইয়ের মধ্যে নিয়মিত সহযোগিতার বিকাশ ঘটবে যা বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণ, রপ্তানি ও আমদানিকৃত খাদ্য সামগ্রীর নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করা এবং কৃষি বাণিজ্যের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করায় কার্যকর ভূমিকা রাখবে,' বলেন তিনি।

কম দামে দেশে ও বিদেশে কৃষি খাদ্যপণ্য নিশ্চিত করতে কৃষি উৎপাদন আরও বাড়াতে হবে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি।  

বিটিএফ প্রকল্প পরিচালক মিশেল জে. পার বলেন, 'এ চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে কৃষিভিত্তিক তথ্য আদান-প্রদানের সুযোগ বাড়বে, যা আন্তর্জাতিক মূলধারার বাজারে খাদ্যপণ্য রপ্তানিতে ভূমিকা রাখবে।'

এ সময় ইউএসডিএ ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ভিকটোরিয়া বেকার বলেন, 'এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে ইউএসডিএর অর্থায়নে পরিচালিত বিটিএফ প্রকল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।'

এ সহযোগিতা বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

সমাপনী বক্তব্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, 'এফবিসিসিআই এবং ইউএসডিএ ফান্ডেড ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের মধ্যে এ চুক্তি সইয়ের মাধ্যমে কৃষিপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে। সেইসঙ্গে পরীক্ষাগার, গুদামসহ সরকারি-বেসরকারি কৃষি সংস্থাগুলোর সক্ষমতা বাড়বে।'  

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

5h ago