ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ১৬২ জন।

একইসময়ে আরও ৪৯৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৮১ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছিল এবং ৮৮২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৬৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৩২ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৪২৮ জন।

এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৭ হাজার ৬৫৯ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago