লিটনকে নিজের ব্যাট উপহার দিলেন কোহলি

রান আউটের ফাঁদে না পড়লে হয়তো বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে পারতেন জয়। বড় লক্ষ্য তাড়ায় লিটন দাসের ২৭ বলে ৬০ রানের ইনিংসই শুরু থেকে ম্যাচে রেখেছিল বাংলাদেশকে। চোখ ধাঁধানো সব শটে প্রতিপক্ষ ক্রিকেটারদেরও মুগ্ধ করেন তিনি। তাইতো ম্যাচ শেষে বিরাট কোহলি লিটনকে দিলেন অমূল্য এক উপহার।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে অ্যাডিলেড ওভালে ১৮৫ রানের বড় লক্ষ্য দেয় রোহিত শর্মার দল। জবাবে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারেই বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপরই বাগড়া দেয় বৃষ্টি।

মাত্র ২৬ বলে সাত চার ও তিন ছক্কায় ৫৯ রান করে তখন ক্রিজে ছিলেন লিটন। তার ইনিংসের কল্যাণেই ডিএলএস ম্যাথোডে সেসময় ১৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। এদিকে টাইগারদের এমন শুরু কল্পনাতেও ছিল না ভারতের। ফলে চাপে পড়ে যায় তারা, কোন বোলারই রুখতে সক্ষম হচ্ছিলেন না ওপেনিংয়ে ফেরা লিটনকে।

টাইগার ওপেনারের ব্যাটিং মনে ধরেছিল কোহলিরও, তাই অভিনন্দন জানাতে করেননি কোনো কার্পণ্য। সাবেক ভারত অধিনায়ক নিজের একটি ব্যাট উপহার দেন লিটনকে। ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, 'বিরাট ডাইনিং হলে আসে এবং লিটনকে তার একটি ব্যাট উপহার দেয়।'

চলমান বিশ্বকাপে নিজেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কোহলি। চার ম্যাচে তিন ফিফটিতে ২২০ রান করে এই মুহূর্তে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী ৮২ রানের পর বাংলাদেশের সঙ্গেও একপ্রান্ত আগলে করেছেন ৬৪ রান।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago