পটুয়াখালীতে জেলা বিএনপির অফিস ভাঙচুর

পটুয়াখালীতে জেলা বিএনপির অফিস ভাঙচুর
পটুয়াখালীতে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

পাশাপাশি জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকারের ব্যবসায়িক অফিসেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার রাত ৮টার দিকে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় বিএনপি কার্যালয়ে হামলা হয়।

জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন নান্নু দ্য ডেইলি স্টারকে বলেন, '২০-২৫ টি মোটরসাইকেলসহ ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে দলীয় অফিসে হামলা চালিয়েছে। সেসময় অফিস তালাবদ্ধ থাকায় হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে।'

'তারা অফিসের ভেতরে টানানো দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে এবং বিএনপি নেতাদের গালিগালাজ করে,' বলেন তিনি। 

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, 'সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার অফিসে হামলা চালানো হয়। এসময় দলীয় নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।' 

বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ বানচাল করার জন্য যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের কর্মী ও সমার্থকরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। 

এ হামলার প্রতিবাদে বিএনপি অফিসের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বক্তব্য রাখেন। 

তবে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভা আয়োজন করায় পুলিশ সভা বন্ধ করে দেয়।

জানতে চাইলে পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'বিএনপি অফিস ভাঙচুরের ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English
JCD blocks Shahbagh over DU student Shammo murder

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

58m ago