চিরকুমার হয়ে আসছেন মারজুক রাসেল

মারজুক রাসেল। ছবি: সংগৃহীত

শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'চিরকুমার'। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। আগামী ১ নভেম্বর থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটির প্রচার শুরু হচ্ছে।

এই নাটকে সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন নাটকের পরিচালক।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফারিয়া শাহরিন, আরশ খান, বাপ্পী আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চিরকুমারদের সংগঠন চিকু সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।

নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।

Comments

The Daily Star  | English
BFIU investigates journalists accounts

BFIU crackdown after Aug 5: Tk 15,000cr of 366 people, entities frozen

The bank accounts of 366 individuals and entities with a Tk 15,000 crore combined balance were frozen between August and December last year over money laundering allegations.

8h ago