জাজিরায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

বাবা-মেয়ে
অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ ও মেয়ে মীম। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জাজিরা উপজেলার জামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

আজ রোববার ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বাবা অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ (৪৫) ও দেড় বছরের মেয়ে মীম ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরীয়তপুরের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ভোররাত ৪টার দিকে সংবাদ পাই নড়িয়ার জামতলা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে পানিতে পড়ে থাকা মাইক্রোবাসটি টেনে তুলি।'

'এক পুরুষ ও এক শিশুকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়,' যোগ করেন তিনি।

গাড়িচালক কামরুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাড়ি খাদে পড়ে গেলে আমি গ্লাস ভেঙে বেরিয়ে আসি। পরে রাস্তা থেকে ইট নিয়ে পিছনের গ্লাস ভেঙে রাশেদুল হক রাশেদের স্ত্রী ও বড় মেয়েকে উদ্ধার করি।'

তিনি আরও বলেন, 'রাশেদ ভাইকে উদ্ধার করতে গেলে গাড়ির সিট বেল্ট বাঁধা থাকায় তাকে উদ্ধার করতে পারেনি।'

নিহতের পরিবার জানিয়েছে, এডভোকেট রাশেদুল হক রাশেদ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর দক্ষিণ ভাসান চরের মাস্টার আবুল হোসেন বেপারীর ছোট ছেলে এবং শরীয়তপুর দায়রা আদালতের এপিপি।

তিনি পরিবার ও স্বজনদের নিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন।

Comments