অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় দৃষ্টি ফিরে পেল ১৮ শিশু

অস্ত্রোপচারের পর মায়েদের সঙ্গে শিশুরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ৩ দফায় ১৮ শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারের পর পৃথিবীর আলোয় আলোকিত হয়েছে এই শিশুদের জীবন। স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে তারা।

তাদের মধ্যে ৪ জন স্থানীয় ও ১৪ জন রোহিঙ্গা শিশু।

আজ শুক্রবার দুপুরে সবশেষ ৬ শিশুর চোখের বাঁধন খুললে তারা পৃথিবীর আলো দেখতে পায়। ওষুধসহ যাবতীয় সেবা প্রদান করা হয়েছে তাদের।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ৬ শিশু,  ২০ অক্টোবর ৬ শিশু ও ২৭ অক্টোবর ৬ শিশুর চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন ডা. নাসিমুল গনি চৌধুরী।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago