মেলবোর্নে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচও গড়াল না মাঠে

ছবি: এএফপি

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির হানা যেন থামছে না কিছুতেই। প্রায় প্রতি ম্যাচেই কিছু সময় বৃষ্টির কারণে বন্ধ থাকছে খেলা। আকাশের মন খারাপে আফগানিস্তান দ্বিতীয়বারের মতো দুর্ভাগ্যের কবলে পড়ার পর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ উপভোগ থেকেও বঞ্চিত হলেন দর্শকরা। সারাদিনে মাঠে গড়াল না একটি বলও।

শুক্রবার মেলবোর্নের আকাশে কালো মেঘের ঘনঘটা, চলছে অবিরাম বর্ষণ। এমসিজিতে মাঠে গড়ানোর কথা ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ। কিন্তু ভারী বর্ষণে দিনের প্রথম ম্যাচে (আফগানিস্তান-আয়ারল্যান্ড) টসই হতে পারেনি। দ্বিতীয় ম্যাচেও বদলাল না চিত্র। বৃষ্টি কমার কোনো লক্ষণ না দেখা গেলে আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটিও।

মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল জস বাটলার ও অ্যারন ফিঞ্চের দলের লড়াই। তবে বৃষ্টির কারণে খেলাটি গেল ভেস্তে। স্থানীয় সময় ৮টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন আম্পায়াররা। কিন্তু ভারী বৃষ্টির প্রকোপ ও আউটফিল্ডের বাজে দশায় ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হন তারা।

খেলা না হওয়ায় আরও জটিল হয়ে পড়ল সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপের সমীকরণ। এই গ্রুপ থেকে সেমিফাইনালের লড়াইয়ে আছে ছয় দলের সবাই। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার নামের পাশে রয়েছে ৩ পয়েন্ট, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পেয়েছে সমান ২ পয়েন্ট। তবে কিউই ও লঙ্কানরা বাদে অন্যান্যদের বাকি কেবল দুই ম্যাচ।

আগামীকাল শনিবার সিডনিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচে দাসুন শানাকার দল জয় পেলে কেইন উইলিয়ামসনের দলও পড়বে নেট রান রেটের জটিল সমীকরণের ধাঁধায়। অন্যদিকে, এক নম্বর গ্রুপের শীর্ষস্থান দখল করে নেবে লঙ্কানরা।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago